দরপত্র আহবান ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণিতে অনলাইনে আবেদন শুরু ১৮-১১-২০২৩ ২০২৩ শিক্ষাবর্ষের দশম শ্রেণির নির্বাচনী পরীক্ষা শেখ রাসেল অনলাইন কুইজ প্রতিযোগিতা ২০২৩

শেখ রাসেল অনলাইন কুইজ প্রতিযোগিতা ২০২৩

যারা অংশগ্রহণ করতে পারবে:

গ্রুপ ক: ৮-১২ বছর
গ্রুপ খ: ১৩-১৮ বছর

নিবন্ধন:

০১ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর, ২০২৩, রাত ১২টা পর্যন্ত অনলাইনে (quiz.sheikhrussel.gov.bd) নিবন্ধন করা যাবে।

অনলাইন প্রতিযোগিতা:

গ্রুপ ক:: ৮-১২ বছর
০২ অক্টোবর ২০২৩, সন্ধ্যা ৭টা থেকে ৮টার মধ্যে যে কোনো ১০ মিনিট।
গ্রুপ খ:: ১৩-১৮ বছর
০৩ অক্টোবর ২০২৩, সন্ধ্যা ৭টা থেকে ৮টার মধ্যে যে কোনো ১০ মিনিট।

পুরস্কার:

গ্রুপ ক: ৮-১২ বছর
৫টি ল্যাপটপ (কোর আই ৭, ১১ জেনারেশন)
গ্রুপ খ:: ১৩-১৮ বছর
৫টি ল্যাপটপ (কোর আই ৭, ১১ জেনারেশন)

নিয়মাবলি:
  • কুইজ প্রতিযোগিতাটি শুধু ৮ থেকে ১৮ বছর বয়সীদের জন্য উন্মুক্ত।
  • একজন প্রতিযোগী একবারই অংশগ্রহণ করতে পারবেন।
  • প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য বরাদ্দকৃত সময় ১০ মিনিট।
  • সকল প্রশ্নের মান সমান। ভুল উত্তরের জন্য কোনো নম্বর কাটা যাবে না।
  • সকল প্রশ্নের উত্তরের জন্য চারটি বিকল্প থেকে একটি সঠিক উত্তর বাছাই করতে হবে (এমসিকিউ)।
  • কম সময়ে সর্বোচ্চ সংখ্যক উত্তরদাতা থেকে বিজয়ী নির্বাচন করা হবে।
  • চূড়ান্ত বিজয়ীদের ক্ষেত্রে বয়স যাচাই সাপেক্ষে পুরস্কার প্রদান করা হবে।
  • ভুল/মিথ্যা তথ্য দিয়ে অংশগ্রহণ করলে তাকে প্রতিযোগিতা থেকে বাতিল বলে গণ্য করা হবে।
কুইজের বিষয়:

শেখ রাসেলের জন্ম, দুরন্ত শৈশব, শিক্ষা জীবন, স্বপ্ন, ভ্রমণ, পছন্দ, খেলাধুলা, তাঁর উপর রচিত গ্রন্থ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে কাটানো মুহূর্তসহ বিভিন্ন বিষয় থেকে প্রশ্ন নির্ধারণ করা হবে।

 

Facebook
Twitter
LinkedIn
Pinterest