মানুষের জীবন ও সামাজিক চাহিদার নিরিখে শিক্ষার লক্ষ ও উদ্দেশ্য নির্ধারিত হয়। নতুন নতুন চাহিদার পরিপ্রেক্ষিতে তা আবার পরিবর্তিত হয়। শিক্ষাই সুন্দরতম, উন্নতর জীবন ও সমাজ গঠনের প্রধান হাতিয়ার। এজন্য যুগের চাহিদা মেটাতে পারে এমন শিক্ষার প্রয়োজন।
সেই ক্ষেত্রে অতীতের ধারাবাহিক সাফল্যময় প্রতিষ্ঠান হিসেবে অরুয়াইল বহুমুখী উচ্চ বিদ্যালয় ইতোমধ্যে শিক্ষার্থী ও অভিভাবকদের কাছে প্রিয় প্রতিষ্ঠান হিসেবে নন্দিত হয়ে আছে।
সম্মানিত অভিভাবকদের বিদ্যালয় অঙ্গনে আহবান জানাই, আপনার সন্তানদের সুশিক্ষা নিশ্চিত করতে এমন একটি শিক্ষা প্রতিষ্ঠান বেছে নিন, যেখানে আপনার সন্তানের শিক্ষাকে নিবিড় পরিচর্যার সাথে নিশ্চিত করা হয় আর উচ্চশিক্ষার পথকে সুগম করে।
এই লক্ষকে বাস্তবায়নের জন্য অরুয়াইল বহুমুখী উচ্চ বিদ্যালয় এ সকল শিক্ষার্থী ও অভিভাবকদের আমন্ত্রণ জানাচ্ছি।